26
Jun
১৯৯৩ সালে মুম্বাইয়েতে হওয়া সিরিয়াল বোমা ধামাকার দোষী ইউসুফ মেমনের শুক্রবার মহারাষ্ট্রের নাসিক জেলে মৃত্যু হয়। মুম্বাই হামলার মূল দোষী টাইগার মেমনের ভাই ইউসুফ মেমন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভুগছিল। তাঁর বিরুদ্ধে সিরিয়াল বোম ব্লাস্টে যুক্ত থাকার অভিযোগ ছিল। ইউসুফের মৃত্যুর কারণ এখনো স্পষ্ট হয়নি। ২০০৭ সালে ইউসুফকে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছিল। ইউসুফ প্রথমে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দি ছিল। ২০১৮ সালে নাকে নাসিক জেলে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়েই হয়েছে বলে জানা যাচ্ছে। পোস্টমর্টেমের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে। ১৯৯৩ সালে দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে একের পর এক ১২ টি বোমা হামলা…