17
Dec
শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ অভিভাবকদের।প্রথমে স্কুল থেকে অভিভাবক দের বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেবার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মত আবেদন পত্র জমা দেন অভিভাবকেরা।স্কুলের থেকে বলা হয়েছিল,আবেদনপত্র জমা দিলেই ভর্তি নেওয়া হবে।সেইমতো আজ আবেদনপত্র জমা করে স্কুলে ছাত্রীদের ভর্তি করতে এসেছিলেন অভিভাবকেরা।তারা এসে জানতে পারে,আবেদনপত্রের মাধ্যমে নয় লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের।আর তা জানার পর থেকে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকেরা।এ বিষয়ে অভিভাবকেরা অভিযোগ করে জানান,প্রথমে আমাদের বলা হয়েছিল আবেদনপত্র জমা জমা করার পরেই ভর্তি নিয়ে নেওয়া হবে।আর সেই মতো আজ আবেদনপত্রসহ ছাত্রীদের নিয়ে আসলে তারা জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয়…