27
Dec
উৎসবের আবহে সে এক অন্য ছবি। গির্জায় আসা অনেকের পরনেই পুরনো, মলিন পোশাক। উদ্বেগের ছাপ চোখমুখে। বড়দিনে বিভিন্ন শ্রমিক মহল্লার গির্জায় গিয়ে বাগান খোলারই প্রার্থনা করলেন কালচিনি ব্লকের বন্ধ বাগানের শ্রমিকরা। ব্লকের খোলা বাগানগুলিতে অবশ্য উৎসবের মেজাজ ছিল পুরোদমেই। সান্টাক্লজ় সেজে সেখানে শিশুদের নানা উপহার দিতেও দেখা যায় অনেককে। বন্ধ বাগানের ছবি ছিল একেবারে অন্যরকম। সান্টাক্লজ়ের পোশাক দূর, নতুন পোশাকও কিনতে পারেননি অনেক পরিবারই। মুখভার বন্ধ কালচিনি ও রায়মাটাং চা বাগানের বাসিন্দাদের। সব ঠিক থাকলে ১২ ডিসেম্বর রায়মাটাং এবং ১৯ ডিসেম্বর খোলার কথা ছিল কালচিনি চা বাগানের। সেই খবরে মুখে হাসি ফিরেছিল শ্রমিকদের। কাজে যোগ দেওয়ার মানসিক প্রস্তুতিও অনেকে শুরু…