08
Apr
জানাযায় দীর্ঘদিন ধরেই গয়েরকাটা থেকে রামসাহী পর্যন্ত দীর্ঘ ১৪ কিলোমিটার রাস্তা বেহাল এবং ভগ্ন দশায় পড়ে রয়েছে। সেই রাস্তার মাঝেই রয়েছে নোনাই সেতু সেটিও দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এবং সেই দাবিকে সামনে রেখেই মঙ্গলবার সকাল নাগাদ পথ অবরোধ করেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ দীর্ঘক্ষন তাদের পথ অবরোধ করায়। অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার আইসি বিরাজ মুখোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সেই পদ অবরোধ তুলে নেন মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চ। যদিও মধ্য ডুয়ার্স উন্নয়ন মঞ্চের দাবি দীর্ঘদিন যাবত, গয়েরকাটা থেকে রামসাহী পর্যন্ত মোট ১৪ কিলোমিটার রাস্তায় খানাখন্দে ভরা যাতায়াতের অযোগী…