উত্তরবঙ্গ

রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

রাস্তায় গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের গ্রেপ্তার ২

শিলিগুড়ি : জানা যায়, শিলিগুড়ি চাম্পাসারি দেবী ডাঙ্গা সংলগ্ন এলাকায় রাস্তায় গাড়ি থামিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি করত দুই যুবক। এই দুই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানায় অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাতে শিলিগুড়ি চাম্পাসারী এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই অভিযুক্তের নাম জিতেন প্রসাদ ও শেখর ঝা। তারা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ি চম্পাশাড়ির ডেবিডাঙ্গা এলাকায় গাড়ি থামিয়ে তোলাবাজি করত বলে অভিযোগ। বুধবার ধৃত দুজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ।
Read More
ইলিশের চাহিদা আছে, কিন্তু দাম আকাশছোঁয়া , ফিরে যাচ্ছে ক্রেতারা

ইলিশের চাহিদা আছে, কিন্তু দাম আকাশছোঁয়া , ফিরে যাচ্ছে ক্রেতারা

ইলিশের চাহিদা জলপাইগুড়ির বিভিন্ন মাছ বাজার গুলিতে বেড়েছে। বর্তমানে ইলিশের চাহিদা থাকলেও ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ বাজারে ১২০০ থেকে ১৪ শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা অনেকটাই বেশি দাম বলে বলছেন ক্রেতারা। বর্তমানে বড় আকৃতির ইলিশ বাজারে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৪শো টাকা কেজি দরে। তবে বিক্রেতারা বলছেন ইলিশের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে এই সমস্ত ইলিশ গুলি ডায়মন্ড হারবার থেকে আসছে।এই কাঁচা ইলিশ গুলো নিজেদের দেশের বিভিন্ন স্থান থেকে জলপাইগুড়ির বাজারে আসছে।বিক্রি হচ্ছে চাহিদা অনেকটাই রয়েছে। কিন্তু কিছু টা হলেও দাম বেশি রয়েছে।তাই ক্রেতা রা মুখ ঘুরিয়ে নিচ্ছে। ক্রেতা রা বলেন ইলিশের চাহিদা থাকলেও দাম অনেকটাই…
Read More
কোচবিহারের প্রাচীন স্মৃতি মা-চন্ডী মন্দির

কোচবিহারের প্রাচীন স্মৃতি মা-চন্ডী মন্দির

কোচবিহার: কথায় আছে রাজার শহর কোচবিহার দীর্ঘদিন আগেই চুকে গিয়েছে রাজার রাজপাট। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজার মন্দিরগুলো প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে। কোনোটির বয়স ১০০ বছর তো কোনোটির বয়স ৫০০ বছরের বেশি। কোচবিহার থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত তুফানগঞ্জ এর মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অয়রানি চিতলিয়া গ্রাম। আর সেই গ্রামেই রয়েছে রাজ আমলের প্রাচীন চন্ডী মন্দির। প্রতিদিন এই মন্দিরে পুজো দিতে ভিড় জমান দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা। প্রত্যেক বছর পহেলা বৈশাখে বাৎসরিক পুজো হয় এই মন্দিরে। প্রায় ৫০০ বছরের প্রাচীন এই মন্দির। প্রাচীন এই চন্ডীমন্দির প্রতিষ্ঠার আড়ালে লুকিয়ে আছে বহু প্রচলিত একটি জনশ্রুতি। একসময় এইসব এলাকা ছিল জঙ্গলে ঘেরা,…
Read More
সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে শিলিগুড়ি কলেজে গণ্ডগোল

শিলিগুড়ি কলেজে সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলা।যার জেরে সোমবার রাতে প্ল্যাকার্ড হাতে অনুষ্ঠান বয়কট করলেন ডে কলেজের ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, সাংস্কৃতিক অনুষ্ঠান করাকে কেন্দ্র করে ঝামেলার থেকে গতকাল সকালে হুমকির অভিযোগ উঠে।ঘটনার পর থেকেই কলেজে মোতায়ন ছিল পুলিশ।গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগে, ডে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজাতে থাকে শিলিগুড়ি কমার্স কলেজ। যার জেরে সমস্যায় পড়েন ডে কলেজের মিউজিসিয়ানরা।অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠান বয়কট করেন তারা।পরে পুলিশ গিয়ে ডিজে সাউন্ড বক্স বন্ধ করে। এই বিষয়ে শিলিগুড়ি ডে কলেজের প্রাক্তন ছাত্র বিবেক ঝা জানান, কমার্স কলেজে উচ্চস্বরে ডিজে বক্স চলানোর…
Read More
কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অকেজো ডায়ালিসিস মেশিন, ভোগান্তিতে রোগীরা

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অকেজো ডায়ালিসিস মেশিন, ভোগান্তিতে রোগীরা

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় তিন মাস ধরে বন্ধ হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’ এবং এইচআইভি পজ়িটিভ রোগীদের ডায়ালিসিস। এ জন্য প্রায় প্রতিদিনই জটিল রোগগুলিতে আক্রান্ত রোগীরা ফিরে যাচ্ছেন। এই রোগীদের ডায়ালিসিস করার জন্য যে মেশিনটি ছিল, তা নষ্ট হয়ে যাওয়ায় এই পরিস্থিতি বলে জানা গিয়েছে। যদিও দীর্ঘদিন ধরে মেশিন খারাপ হয়ে পড়ে থাকলেও তা ঠিক করার কিংবা বিকল্প ব্যবস্থা করে দেওয়ার কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এ নিয়ে কাঠগড়ায় হাসপাতাল কর্তৃপক্ষ। এই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সব মিলিয়ে পাঁচটি ডায়ালিসিসের মেশিন রয়েছে। ২০১৫ সালে এই ইউনিট চালু হয়। পাঁচটির মধ্যে দু’টি মেশিন হেপাটাইটিস ‘বি’, ‘সি’ ও…
Read More
শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ

শিলিগুড়ির মাটিগাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকারের বিরুদ্ধে টেন্ডার দেওয়ার বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগ। স্থানীয় এক ঠিকাদারের দাবি, ১৫ শতাংশ টাকা না দেওয়ায় টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তুলেছেন ঠিকনিকাটা এলাকার বাসিন্দা উজ্জ্বল ভাদুড়ি। তাঁর দাবি, তিনি পঞ্চায়েতের একটি কাজের জন্য টেন্ডার জমা করেছিলেন। তবে প্রধান কৃষ্ণ সরকারের সঙ্গে রাস্তায় দেখা হলে তিনি কাটমানি দাবি করেন। উজ্জ্বল ভাদুড়ির আরও অভিযোগ, এর আগের কাজের ক্রেডেন্সিয়াল থাকা সত্ত্বেও শুধুমাত্র কাটমানি না দেওয়ায় তাঁর টেন্ডার বাতিল করা হয়েছে। অন্যদিকে, মাটিগাড়া ১ নং অঞ্চল টেন্ডার ইউনিয়নের সদস্যরা প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন…
Read More
দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে

দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে

রাত পোহালেই সরস্বতী পুজো। সাত সকালে সরস্বতী মূর্তি টোটো তে করে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে বিক্রির উদ্দেশ্যে৷ জলপাইগুড়ি দিনবাজার সহ বিভিন্ন বাজারে সরস্বতী পুজোর বাজার জমে উঠেছে। মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। পরিশ্রম অনুযায়ী সেরকম পারিশ্রমিক জোটেনা শিল্পীদের আক্ষেপ। ১০০ টাকা থেকে শুরু সরস্বতী সুন্দর মূর্তি গড়েছেন শিল্পীরা। বাজার ভালো হবে আশা ব্যবসায়ীদের।
Read More
ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ক্ষপ্পরে পরে মোবাইল ও নগদ খোয়ালো এক টোটো চালক। গত বৃহস্পতিবার গভীর রাত্রে এনজেপিতে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলো জটিয়াকালীর বাসিন্দা সরিফুল হুসেন নামে এক টোটো চালক।সেই  সময় এনজেপি থানার হাতে গোনা দুরত্বে ডিএস কলোনির সামনে স্কুটি নিয়ে এসে দুই যুবক টোটোটিকে দাঁড় করিয়ে  তাকে প্রথমে মারধর করে এবং পরে এনজিপি নেতাজি মোড় এলাকায় নিয়ে গিয়ে টোটো ওয়ালার কাছে থাকা ২০০০ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। শুক্রবার টোটোর নাম্বার সহ এনজেপি থানায় ওই টোটো চালক সরিফুল হুসেন লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ শুক্রবার রাতে রেল হাসপাতাল মোড়…
Read More
লাভের আশায় প্রতিমার পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

লাভের আশায় প্রতিমার পশরা সাজিয়ে বসেছে মূর্তি বিক্রেতারা

রাত পোহালেই সরস্বতী পুজো তার আগে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় সারি সারি সরস্বতী প্রতিমা নিয়ে হাজির হয়েছেন মূর্তি বিক্রেতারা। যেকোনো পুজো আগেই দেখা যায় এই মূর্তি বিক্রেতারা লাভের আশায় মূর্তির পশরা সাজিয়ে বসেন, তবে সময়ের সাথে মূর্তি বিক্রেতাদের সংখ্যা বাড়ায় অনেকটাই দুশ্চিন্তায় পুরোনো ব্যবসায়ীরা। তবে এবছর তিথি অনুসারে সরস্বতী পুজো দুদিন ফলে লাভের আশায় চেয়ে রয়েছেন ব্যবসায়ীরা।
Read More
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হল ফুলবাড়িতে

শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন পুলিশের উদ্যোগে বাইক চালকদের ট্রাফিক নিয়মের ব্যাপারে সচেতন করার জন্য র‍্যালি বের করা হয়। এছাড়া হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট বিতরণ ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়।এর পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসিপি অভিষেক মজুমদার, এসিপি ট্রাফিক রথীন্দ্রনাথ বিশ্বাস, এনজেপি থানার আইসি সোনম লামা, ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউট পোস্টের ওসি অসিত সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
Read More
গোপন সূত্রের ভিত্তিতে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ

গোপন সূত্রের ভিত্তিতে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করলো পুলিশ

গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ হাবিব,মহম্মদ শমসের আলি এবং আতিরুল মহম্মদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি হাইড্রোলিক কাটার,একটি প্লেন কাটার,একটি হাঁসুয়া,একটি হাত দা সহ একটি বাংলাদেশী সিম সহ একটি মোবাইল এবং বাংলাদেশের নগদ ১১০ টাকা। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে। নিউ জলপাইগুড়ি পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজনের সাথে অসম যোগ রয়েছে।
Read More
সরস্বতী পুজোর আগে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা শহর

সরস্বতী পুজোর আগে উৎসবমুখর হয়ে উঠেছে গোটা শহর

শিলিগুড়ি : আর হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পূজোর আগে উচ্চমুখর হয়ে ওঠে গোটা শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো বিভিন্ন জায়গায় ঘটা করে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে সরস্বতী পুজো শহর শিলিগুড়িতে। প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পুজোকে ঘিরে সাজো সাজো রব। প্রত্যেক বছরের মত এ বছরও দেখা গেল বিধান মার্কেটের গোষ্ঠ পাল মূর্তির সামনে ধীরেধীরে আসতে শুরু করেছে সরস্বতী ঠাকুরের প্রতিমা। পাশাপাশি সংলগ্ন এলাকায় রয়েছে একটি কুমারটুলি যেখানে দেখা গেল সরাসারি সরস্বতী ঠাকুরের প্রতিমা।
Read More
গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি

গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা কর্মসূচি

বৃহস্পতিবার ৩০ শে জানুয়ারি ১৯৪৮ সালে এই দিনেই প্রয়াত হয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। সেই থেকেই আজকের এই বিশেষ দিন টিকে সমগ্র দেস জুড়ে নানাবিধ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এদিন জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে গান্ধীজির তিরোধান দিবস উপলক্ষে কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে এক সচেতনতা মূলক পদ যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই  বিশেষ দিন প্রসঙ্গে পৌর সভার সদস্য স্বরুপ মন্ডল জানান। আজকের এই দিনে আমরা সবাই কুষ্ঠ নির্মূল করার লক্ষ্যে শপথ নিয়ে এগিয়ে যাচ্ছি।
Read More
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় লাগানো হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় লাগানো হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার

দুর্ঘটনা ঠেকাতে এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ। বুধবার রাত্রে পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী আবদুল রৌহানের নেতৃত্বে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় চললো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগনোর কাজ। শিলিগুড়ি পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মী পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় বিভিন্ন যায়গা চিহ্নিত করে লাগানো হলো রেট্রো রিফ্লেকটিভ স্টিকার। ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দূর্ঘটনা কবল এলাকা গুলি চিহ্নিত করে এবং বেশ কিছু অন্ধকার যায়গায় পরিবহন দপ্তরের টেকনিক্যাল কর্মীরা গিয়ে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগায়। যাতে দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে পারে সাধারণ মানুষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রোহান, নোটন বিশ্বাস, শুভঙ্কর সেন, দয়াল বর্মন, অভিষেক গুপ্তা, অজয় লামা সহ অন্যান্য…
Read More