09
Dec
এক দশকে বেড়েছে ট্রেনের সংখ্যা। রেল সূত্রে খবর, যাত্রীও দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু, বাড়েনি মুখ্য টিকিট পরীক্ষকের সংখ্যা। ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। টিকিট পরীক্ষকের অভাবে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ স্টেশনে প্রতিদিনই বহু যাত্রী বিনাটিকিটে বিভিন্ন রুটের ট্রেনে যাতায়াত করছেন।রেল সূত্রে খবর, কিছু দিন আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষকে টিকিট বিক্রি বাবদ আয় বাড়ানোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু, টিকিট পরীক্ষকের অভাবে বিনা টিকিটের যাত্রী ধরে তাঁদের থেকে জরিমানা আদায় করা যাচ্ছে না বলে স্টেশন কর্তৃপক্ষের দাবি। এক আধিকারিক বলেন, “ট্রেনে বৈধ টিকিটের এক জন যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি…