02
May
বুধবার বিকেলে বিধ্বংসী আগুন রতুয়া থানা এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একের পর এক বাড়ি। পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। জানা গিয়েছে , আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা অন্তত ৩০। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল দমকল কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছিল আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। খবর সুত্রে জানা গেছে যে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সকলেই গঙ্গা-ভাঙনের উদ্বাস্তু পরিবার। দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল…