25
Oct
জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ সহ অন্যান্য কারনে ইতোমধ্যেই শাসক দল পরিচালিত মাল বাজার পৌর সভার চেয়ারম্যানকে পদ এবং দল থেকে বহিস্কার করেছে তৃনমূল সরকার। শুধুমাত্র মাল বাজার পৌর সভা নয় অন্যান্য ব্লক এবং জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধেও বার বার উঠেছে আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ। এমন পরিস্থিতি থেকে বেড়িয়ে আসতে উপ নির্বাচন আচরণ বিধি জারির মাঝেই জেলার বিভিন্ন ব্লকে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে সহ জিও ট্যাগিং এর কাজ শুরু করেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন, সম্প্রতি ময়নাগুড়ি ব্লকের রাম সাই অঞ্চলে করা হয় সার্ভের কাজ। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট এলাকার নির্মাণ সহায়ক সুদ্ধসত্ত ঘোষ জানান, এই পঞ্চায়েত এলাকায় ১৫৭১ জন…