17
Oct
নিজস্বব সংবাদদাতা: উত্বতরবঙ্গ থেকে বর্ষা বিদায় নিলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বিদায় নিচ্ছে না। বৃষ্টি বিদায় নেওয়া নয়। নানা কারণে সারা বছরই বৃষ্টি হয়। আর চলতি সপ্তাহে বৃষ্টির কারণ দক্ষিণ ভারত থেকে ওডিশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। ফের দক্ষিণ ভারতে ফিরতি বর্ষা শুরু হয়েছে। উত্তর-পূর্ব মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তার পরোক্ষ প্রভাবে কলকাতার আকাশেও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তার জেরেই এই বিক্ষিপ্ত বৃষ্টি। আগামী ২-৩ দিনেও এমন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে সম্ভাবনা বেশি উপকূল ও পশ্চিমের জেলায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সকাল থেকে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে…