28
Oct
ভিনরাজ্যে কাজে গিয়ে ছেলের হদিস পাচ্ছে না বৃদ্ধ বাবা মা। এই ঘটনায় আত্মহারা মা সর্বত্রই ছেলেকে ফিরিয়ে আনার আর্তনাদ করছে। ঘটনাটি ধুপগুড়ি পৌরসভার রবীন্দ্রনগর এলাকার । জানা গেছে নিখোঁজ ওই যুবকের নাম বিকাশ দাস।বয়স ২৬ । যুবকের মায়ের অভিযোগ , তার ছেলেকে কাজের টোপ দেখিয়ে কোথাও ভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। কোথাও বন্দী করে রাখা হয়েছে। ফোন করলে ফোন রিসিভ করে না আবার কখনো করলেও তা ভুল ঠিকানার কথা বলে।নিখোঁজ ছেলের মা শোভা দাস জানিয়েছেন গত ১৯ অক্টোবর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।বাবা বিষু দাস সামান্য চা এর দোকানের ব্যবসা, কোনরকমে সংসার চলে। ছেলের এমন কর্মকাণ্ডের জন্য তিনি এখন…