16
Sep
ময়নাগুড়ি: বিভিন্ন প্রজাতির ফলে ঠাসা দোকান। পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিশ্বকর্মা পূজার বাজারে ক্রেতা শূন্য ময়নাগুড়ি ফল বাজার। ভালো ব্যবসার আশায় প্রত্যেকেই। চূড়ান্ত ব্যস্ততা থাকার কথা গোটা বাজারজুড়ে। কিন্তু বিশ্বকর্মা পূজা আজ বাদে পরশু! কিন্তু এবারের বাজারের চিত্রটা ছিল একেবারে উলটো। মাছি মারার অবস্থা দোকানে দোকানে। “আগের মতো আর সেই বিক্রি নেই” একটাই কথা মুখে মুখে ঘুরছে ব্যবসায়ীদের। এই পুজো কার্যত শারদোৎসবের রূপ নেয় এখানে। ময়নাগুড়ি শহরে যানবাহন থেকে শিল্প কারখানা সবটাই বৃদ্ধি পেয়েছে তাই এ বছর বাজার উঠবে বলেই আশা ছিল ফল বিক্রেতাদের। মঙ্গলবার কর্মের দেবতা বিশ্বকর্মার পুজো। পুজোর আগে ভালো লাভের আশায় থাকেন বাজার ছোটোখাটো ফুটপাথের দোকান থেকে…