12
Dec
রাত যত বাড়েছে ততোই যেন কুয়াশার দাপট বাড়ছে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যায় থেকেই কুয়াশায় মোরা গোটা জলপাইগুড়ি। রাত বাড়ার সাথে সাথে ঘন কুয়াশা চাদরের ঢেকে রয়েছে শহর এবং সংলগ্ন এলাকা। দেখে মনে হতেই পারে পাহাড়ের আমেজ সমতলে। একদিকে কুয়াশার দাপট অপরদিকে ঠান্ডায় জুবুথুবু জেলা বাসি। তবে কুয়াশার কারণে তাড়াতাড়ি রাস্তাঘাট শুনছান দোকানপাট বন্ধ হয়ে যায় জলপাইগুড়ি তে।এরপর আজ সকালে কুয়াশা ঘিরে রেখেছে শহর জলপাইগুড়ি কে। এই নিয়ে গত ৫ দিন ধরে সূর্যদয় দেখতে পারেনি শহরের বাসিন্দারা। একই সাথে বইছে হাড় কাঁপানো হিমেল বাতাস।আর এর জেরে জুবুথুবু জলপাইগুড়ি। সকাল ৭ টা বেজে গেলেও রাস্তাঘাট কার্যত ফাঁকা।রাতেও যেমন ঘন…