স্নান করতে গিয়ে গিজার চালাতেই বিকট শব্দ,দমকলের প্রচেষ্টায় আটকানো সম্ভব হলো বড় দুর্ঘটনা

স্নান করতে গিয়ে গিজার চালাতেই বিকট শব্দ,দমকলের প্রচেষ্টায় আটকানো সম্ভব হলো বড় দুর্ঘটনা

বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের নিউ টাউন পাড়ার বাসিন্দা পঙ্কজ সেন শর্মা নিজের বাড়ির বাথরুমে থাকা গিজার চালু করতেই একটি বিকট শব্দ শুনতে পান, এরপরই গিজারটিতে আগুন জ্বলে উঠে গোলে গোলে পরতে থাকে বাথরুমের মেঝেতে, বিপদের আভাস পেয়েই চিৎকার করে প্রতিবেশীদের ডাকার পাশাপাশি খবর দেন দমকল কেন্দ্রে, দ্রুত দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান স্টেশন অফিসার রামেশ্বর পান্ডের নেতৃত্বে দমকল বাহিনীর সদস্যরা। দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বড় দুর্ঘটনা রুখে দেন।অপরদিকে পঙ্কজ বাবুর স্ত্রী আতঙ্কের মধ্যে থেকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আগুন লেগে গিজারের অংশ গোলে গোলে পড়ছিল ,অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করলো দমকল কর্মীরা। ঘটনা প্রসঙ্গে ওপর…
Read More
জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

জেলা প্রশাসনের উদ্যোগে চা বাগানে সখী মেলা

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে অঙ্গণওয়াড়ি কর্মীদের অংশ গ্রহণের মধ্যে দিয়ে ডেঙ্গুয়াঝার চা বাগানে অনুষ্ঠিত হলো একদিনের সখী মেলা।এদিনের এই মেলার উদ্বোধন করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। উদ্বোধনী ভাষণে তিনি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রকল্প গুলোর সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতেই এই ধরণের অনুষ্ঠান জেলার সব প্রান্তেই করা হচ্ছে, এই একদিনের সখী মেলায় উন্নয়ন কর্মযজ্ঞের বিভিন্ন স্টল গুলো যেমন রয়েছে তার সঙ্গেই বিভিন্ন খেলার মধ্যে অংশ নিয়ে সাধারণ মানুষ এই প্রকল্প গুলির সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে পারবেন। সখী মেলায় ,একদিকে যেমন পরিবেশিত হয় তাইকুন্ড শিক্ষার্থীদের দ্বারা মার্শাল আর্ট, এর সঙ্গে…
Read More
জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী

জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী

জালে আটকে থাকা অজগর উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পরিবেশ কর্মী, আতঙ্ক মুক্ত হলো গ্রামবাসী। জলপাইগুড়ি সদর ব্লকের মুন্ডা বস্তির ফকলাইনে এক গৃহস্থের জমিতে থাকা লাইননের জালে অজগর টিকে আটকে থাকতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পরে ওই এলাকায়, সোমবার সকালে গ্রামবাসীদের পক্ষ থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী, এর পর জালে আটকে থাকা বার্মিজ পাইথনটিকে বিপদমুক্ত করেন। ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী জানান ,এটি বার্মিজ পাইথন, জালে দীর্ঘক্ষণ আটকে থাকায় শরীরের বেশ কিছু স্থানের চামড়া ছিড়ে ক্ষত সৃষ্টি হয়েছে।বন দপ্তরের বন্যপ্রাণী শাখাকে বিস্তারিত জানানো হয়েছে।
Read More
বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

বৃষ্টির মধ্য দিয়েই শুরু হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার উদ্যোগে ধূপগুড়ি উৎসব ও ধূপগুড়ি গ্রন্থমেলা উপলক্ষে সোমবার সকালে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গাদং ২ গ্রাম পঞ্চায়েতের সোনাতলাহাট থেকে এদিন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ কাউন্সিলররা ও আধিকারিকেরা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলার অনেক প্রতিযোগি এসেছিলেন।রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষ হাততালি দিয়ে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহ জানায়।
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল জাতীয় কংগ্রেসের

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল জাতীয় কংগ্রেসের

মাল ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্রান্তি বাজার থেকে সাতহাত কালিবাড়ী পর্যন্ত মিছিল করলো জাতীয় কংগ্রেস। মিছিলে মাল ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় যোগেন সরকার ছাড়াও নেতৃত্ব দেন কংগ্রেস নেতা সরিফুল ইসলাম, গৌতম ভৌমিক,বাবলু রায়, প্রসেনজিৎ রায়, বাহাদুর ওরাওঁ এবং ছাএ নেতা অর্জুন সরকার। মিছিলের শেষে পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে মাল ব্লক কংগ্রেসের সভাপতি মাননীয় যোগেন সরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমালোচনা করেন এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে এই দুই সরকারকে উৎখাতের জন্য এলাকার জনগণের কাছে আবেদন করেন।
Read More
অপরাধ মূলক কাজের ওপর নজরদারি চালাতে চালু হলো কন্ট্রোল রুম

অপরাধ মূলক কাজের ওপর নজরদারি চালাতে চালু হলো কন্ট্রোল রুম

বিগত কয়েক মাস থেকে চলা জলপাইগুড়ি শহরে প্রকাশ্যে চুরি ছিনতাই এর ঘটনা রুখতে আরও শক্তিশালী পদক্ষেপ নিলো জেলা পুলিশ, গোটা শহরকে মুড়ে ফেলা হলো সিসি ক্যামেরার নজরে, চালু হলো কন্ট্রোল রুম। জনগণের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হল। জলপাইগুড়ি থানা লাগোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন করা হল সিসি ক্যামেরায় ধরা পড়া শহরের প্রতিমুহূর্তের ছবি পর্যবেক্ষণ করার জন্য কন্ট্রোল রুম। তার সাথেই অনুষ্ঠান মঞ্চ থেকে শহরের বিভিন্ন নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে ন্যায্য ব্যাক্তির হাতে তুলে দেওয়া হলো। এদিনের সদর ট্রাফিক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জলপাইগুড়ির বিধায়ক ডাঃ…
Read More
টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি টোটো সংগঠনের,অভিযোগ তৃণমূলের

টোটো ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি টোটো সংগঠনের,অভিযোগ তৃণমূলের

টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে দাদাগিরি করছে সিটু অনুমোদিত টোটো সংগঠন। এমনটাই অভিযোগের সাথে জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র। যদিও টোটো চালকদের ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন চেয়ারপার্সন পাপিয়া পাল। চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন পুর বোর্ড গঠনের পরই টোটো দের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। এখন যারা ভাড়া বেশি নিচ্ছে তা বেআইনি। জলপাইগুড়ি শহরে রোজই চলছে টোটোর ভাড়া বৃদ্ধি নিয়ে বচসা।
Read More
চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

চিতাবাঘের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

সাতসকালে চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ চিতাবাঘটি সম্ভবত বিষক্রিয়াতে মারা গেছে।বনদপ্তর সুত্রে জানা গেছে বুধবার সকালে ওই চা বাগানের ৩ নং সেকশনে শ্রমিকেরা কাজে যোগ দিতে যাবার সময় তাদের নজরে আসে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ মৃত অবস্থায় চা বাগানের নালায় পড়ে রয়েছে। সাথে সাথে বিষয়টি তারা বাগান কর্তৃপক্ষকে জানান। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন তারা। চিতা বাঘের মৃতদেহটি উদ্ধার করে।ঘটনায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর রেঞ্জার শুভাশিস রায় বলেন সকালে আমরা ডায়না চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাই একটি…
Read More
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুর আধিকারিকরা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন পুর আধিকারিকরা

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ পুর আধিকারিকরা। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া জলপাইগুড়ি শহরের ২১নম্বর ওয়ার্ডের কলেজপাড়া শিরিশতলা এলাকা এদিন পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। উল্লেখ্য এলাকায় ধীরেন সুত্রধরের বাড়ির টিনের চাল পুরো উড়ে যায় গতকালের দুপুরের ঝড়ে । এদিন পরিবারের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করার পর পাশে থাকার আশ্বাস সঙ্গে পুর কর্তৃপক্ষের উদ্যোগে ওই বাড়ির টিনের চাল সংস্কার করে দেওয়ার কথা জানান চেয়ারম্যান পাপিয়া পাল। এদিন উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চাট‍্যাজি, ওএস তাপস দত্ত সহ স্থানীয় কাউন্সিলর তারকনাথ দাস।
Read More
অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় চলা তাইকুন্ড শিবিরের প্রতিযোগীরা কয়েক বছর থেকেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে।তবে এবার অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ টি সোনা, ৬টি রূপা এবং ১২ টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেছে। এই সাফল্য প্রসঙ্গে দাদাভাই ক্লাব পরিচালিত তাইকুন্ড সিবিরের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্য বারের মতো এবারেও প্রতিযোগীরা খুব ভালো সাফল্য পেয়েছে, এবং সফল প্রতিযোগীরা এরপর জাতীয় তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নেবে দিল্লিতে।
Read More
সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সমগ্র বিশ্বের সঙ্গে জলপাইগুড়িতেও পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিবছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য( থিম) বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়। ১৯৫০ সালের ৭ এপ্রিল থেকে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। এবারের এই বিশেষ দিনটির থিম আমাদের পৃথিবী ,আমাদের স্বাস্থ্য,এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও যথাযথ ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস।
Read More
ডাম্পারের ধাক্কায় স্কুটি আরোহী শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

ডাম্পারের ধাক্কায় স্কুটি আরোহী শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

সোমবার সকালেই এক মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো বছর আটের এক শিশুর, গুরুতর আহত শিশুটির বাবা।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত নাওয়া পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যাক্তি স্কুটি তে নিজের আট বছরের ছেলেকে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ধাক্কা মারে, যার ফলে বাবার সাথে স্কুটিতে বসে থাকা শিশুটি ছিটকে পরে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এর পরেই স্থানীয়রা মৃতদেহ আটকে পথ অবরোধ করে পুলিশ প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেয়, কারণ দীর্ঘদিন থেকে রাস্তার বেশির ভাগ অংশ দখল করে দাঁড়িয়ে আছে আলু বোঝাই ট্রাক, ট্রলি।যদিও মৃত শিশুটির পরিচয় জানা যায় নি।এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ…
Read More
থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

থানার সামনে মাইকে তৃনমূল নেতা ও পুলিশকে প্রকাশ্যে হুমকি বিজেপির জেলা সম্পাদকের

"আমরা বদলও করবো বদলাও নেবো, পুলিশ কেও বলছি আপনাদের নামেও কেস হবে এবং পরিবারের বিরুদ্ধেও কেস দেব, থানার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, তৃনমূল আর বেশিদিন থাকবেনা সময় আছে সুধরে জান" বক্তব্য শ্যাম প্রসাদের। গত 28 শে মার্চ বিধানসভায় বিজেপি বিধায়ক দের ওপর হামলার প্রতিবাদে আজ জলপাইগুড়ি জেলা বিজেপির নেতা কর্মীরা কোতোয়ালি থানার গেটের বাইরে বসে বিক্ষোভ দেখান, তারা জানান যে, পুলিশ প্রশাসন তাদের কর্মীদের বিনা অপরাধে আটক করেছে এবং রামপুর নিয়ে রাজ্য সরকার ভূমিকা নিন্দাজনক।
Read More
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস

ভয়াবহ রেল দুর্ঘটনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহানি এলাকায় ঘটেছে এই রেল দুর্ঘটনা। বিকানের পাটনা -গৌহাটি এক্সপ্রেসে ঘটেছে এই দুর্ঘটনা। পাটনা গৌহাটি এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতিবেগ খুবই বেশি ছিল তার কারণ দুর্ঘটনার পর এই একটি বগির উপর আরেকটি বগি উঠে এসেছে। দুটো বগির সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ,ভাঙাচোরা বগির থেকে বার করা হচ্ছে আহতদের। দুর্ঘটনার পরেই দুটি বগি কাত হয়ে রেল লাইনের ধারেই উল্টে যায়। ইতিমধ্যে খবর গেছে রেলের সদর দপ্তরে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয়…
Read More