12
Nov
নিজস্ব সংবাদাতা: ঙ্গলবার সকালে সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীরের গান্দেরবাল জেলা। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সেনার পালটা গুলিতে মৃত্যু হয়েছে এক হামলাকারীর। এই ঘটনায় এক সেনা জওয়ানও আহত হয়েছেন। এদিন সকালে গান্দেরবালের কুলান এলাকায় কয়েকজন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনাবাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে তারা। সেই সময় আড়াল থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সেনার ছোড়া পালটা গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। গোটা এলাকা চিরুনি তল্লাশি জারি রয়েছে। এই হামলাকারীরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। আহত সেনা জওয়ানের চিকিত্সা চলছে।