28
Dec
২৮শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর টানা চারদিন দার্জিলিং এর চৌরাস্তায় 'পর্যটন উৎসব' শুরু হলো আজ থেকে।জিটিএ সহ রাজ্য পর্যটন দপ্তর ও তথ্য-সংস্কৃতি দপ্তর এই উৎসবের আয়োজন করেছে। দার্জিলিংকে পর্যটন মানচিত্রের শীর্ষে নিয়ে যেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবার পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে ৪দিন ধরে চলবে এই পর্যটন উৎসব। এই উৎসবে স্থানীয় শিল্পীদের ব্যান্ডের গান থাকছে। এছাড়াও রয়েছে ডগ শো, বেবি শো সহ আরও নানান অনুষ্ঠান। বিকেল থেকেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক জলসা। কড়া শীতেও পাহাড় গরম হতে চলেছে এই চারদিন। এইসময় উপস্থিত পর্যটকরাও দারুণ আনন্দে কাটাতে পারবেন। ঠান্ডা যতই পড়ুক পর্যটন উৎসব সকলের মন জয় করে নেবে।