10
Jan
এবার সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া পৌষ প্রায় শেষের দিকে। সংক্রান্তির আর মাএ কদিন বাকি। কিন্তু এখনও সেই রকম শীত পড়েনি। ঠান্ডা কাবু করতে পারেনি রাজ্যবাসীকে। সংক্রান্তিতে কি আদেও হাড় কাঁপানো শীত পড়বে। এই বিষয় ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। তবে এবারও সুখবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবার বাধা পাবে উত্তুরে হাওয়া। ফলে এবার সংক্রান্তিও কাটবে গরমই। তবে সামনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার অব্দি বাংলায় শীতের প্রভাব থাকবে। সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে বাধা হতে পারে এই ঝঞ্ঝা। শুক্রবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের…