12
Sep
নিজস্ব সংবাদাতা: সীমান্তে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে রীতি মতো হাতাহাতি। ব্যাপক উত্তেজনা ছড়ালো ফের । ঘটনাস্থল লাদাখ। দু পক্ষের জওয়ানরা পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। প্যাংগঙ লেকের কাছেই প্রায় সম্মুখসমরে অবতীর্ণ হয় দু দেশের বাহিনী। সূত্রের খবর, গত বুধবার ভোরে পূর্ব লাদাখের ১৩৪ কিমি লম্বা প্যাংগঙ লেকের উত্তর তীরে এই ঘটনা ঘটে। এই লেকের দুই-তৃতীয়াংশই চিনের নিয়ন্ত্রণে রয়েছে। লেকটি তিব্বত থেকে লাদাখ পর্যন্ত এসেছে। জানা গিয়েছে, 'প্যাট্রলিংয়ের সময় পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ভারতীয় জওয়ানদের। ওই এলাকায় তাঁদের যেতে বাধা দেয় সেনা। এর থেকেই যুযুধান দুই সেনার জওয়ানদের মধ্যে ঝামেলা ও হাতাহাতি শুরু হয়। দু দেশই ওই এলাকায় আরও…