12
Jul
কথায় আছে ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া নিশীথ প্রামাণিকের জীবনগাঁথার ছত্রে ছত্রে তা মিলে যায়। বিগত লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙ্গাতে তৎপর ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইসময় কোচবিহার জেলার তৃণমূলের এক প্রবীন বিক্ষুব্ধ নেতার মাধ্যমে বেশ কয়েকজন যুবনেতা বিজেপির সাথে তলে তলে যোগাযোগ রাখছিল বলে খবর ছড়ায়। কথিত, সেইসময় দিল্লীতে অমিত শাহের সাথে নাকি গোপনে বৈঠকও সারেন এঁদের অনেকেই। বিজেপি নাকি সেইসময় তৃণমূলের এক রাজবংশী যুবনেতাকে কোচবিহারে পদ্ম প্রতীকে নির্বাচনে লড়াই করার প্রস্তাবও দেয়। কিন্তু শেষমুহুর্তে ওই নেতা পিছিয়ে আসায় প্রস্তাব যায় ডাকাবুকো নিশীথের কাছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কৃত এবং প্রকৃতই কোণঠাসা…