04
Sep
কোচবিহার: ২নং কালীঘাট রোড বেলতলা ইউনিটের 64 তম দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে আয়োজিত হল। প্রত্যেক বছরে ন্যায় এ বছর ও কোচবিহার কলেজের মাঠেই হতে চলেছে এই পূজো। এ বছরের বেলতলা ইউনিটের থিম রয়েছে বিক্রম বেতাল এছাড়াও তাঁদের বাজেট রয়েছে আট লক্ষ টাকা। এই খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক।