22
Mar
আলিপুরদুয়ারে কংগ্রেস প্রার্থীর দাবি নিয়ে অবস্থানে কংগ্রেস কর্মীরা।এদিন কংগ্রেসের জেলা দপ্তরের সামনে কংগ্রেস কর্মীরা অবস্থান শুরু করে।কংগ্রেস কর্মীরা স্পষ্ট জানিয়েছেন জোট নিয়ে আমরা অন্ধকারে। আর এস পি একজন প্রার্থী দিয়েছে।কিন্তু তাদের সঙ্গে কি জোট হয়েছে আমরা জানিনা। আমরা চাই আলিপুরদুয়ার কেন্দ্রে হাত চিহ্নে র প্রার্থী। আমরা বিষয় টি জেলা সভাপতি কে জানিয়েছি। কংগ্রেস কর্মীদের এই অবস্থান কে সমর্থন করেছেন জেলার কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ।তিনি বলেন বিষয় টি প্রদেশ নেতৃত্ববৃন্দ কে জানিয়েছি।কংগ্রেস কর্মীদের কংগ্রেস প্রার্থীর দাবি ওঠায় জোটে যে জট তা পরিষ্কার।