22
Aug
আলিপুরদুয়ার:- চা বাগানের ভেতরে একটি শাবকের জন্মদিল মাদা হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের জয়বীরপাড়া চা বাগানে।গতকাল রাতে একটি বুনোহাতির দল জয়বীরপাড়া চা বাগানে প্রবেশ করে। হাতির দলের সব হাতি জঙ্গলে চলে গেলেও একটি মাদা হাতি বাগানে থেকে যায়।মাদা হাতিটি একটি শাবকের জন্ম দেয়। এদিন সকালে এলাকার বাসিন্দারা লক্ষ্য করে হাতি ও হাতির শাবককে। ঘটনাস্থলে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছে হাতি ও হাতির শাবককে জঙ্গলে পাঠাতে সক্ষম হয়।