19
Oct
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার দুপুরে লখনউয়ে খুরশিদ বাগে হিন্দু সমাজ পার্টির নেতাকে প্রকাশ্যে গুলি করে খুন করার ঘটনায় ৬ জনকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে ছ'জনকে আটক করা হয়েছে তাঁরা সুরাতের বাসিন্দা। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, এই ছয় জনই কমলেশের খুনের সঙ্গে জড়িত। পুলিশ আরও জানিয়েছে, কমলেশকে যারা গুলি করেছিল, সেই দুই শুটারকেও চিহ্নিত করা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, আটকদের জেরা করে এই খুনের সূত্র উদ্ধারেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ…