22
Jan
গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফ টিম উদ্ধার করল বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। অবৈধভাবে পুষ্পা সিনেমা কায়দায় মালগুলি পাচার হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ। সূত্রের মারফত খবর মোট ১০০ টি প্যাকেট উদ্ধার হয়। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাটি মালদা জেলার গাজোলের দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। আরো জানা যায় কনটেনার গাড়িটি মালদার দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল, তার সাথে একটি বুলেরও গাড়ি ছিল। দুটি গাড়ি থেকে চারজনকে আটক করে পুলিশ। বৈকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার কাজের কর্মসূচি চলে। জানা গেছে ১০০ টি প্যাকেটে মোট কুড়ি হাজার নিষিদ্ধ কফ সিরাপ ছিল। প্রতি প্যাকেটে ২০০টি করে কাফ সিরাপ…