06
Jun
তৃতীয়বারের মতো আগামী ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। কিন্তু কেন ৮ জুন? যেভাবে এনডিএ শরিকদের ভাঙানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট, তাতে যত দ্রুত সরকার গঠন করা যায়, ততই ভাল। কিন্তু বুধবার এনডিএ-র বৈঠকের পর সেই শনিবার পর্যন্ত কেন অপেক্ষা করছেন নরেন্দ্র মোদী? তবে এর পিছনে সম্ভবত রয়েছে সংখ্যাতত্ত্ব বা নিউমরোলজির খেলা। আসলে, নরেন্দ্র মোদীর জীবনে ৮ সংখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও তিনি বহু বড় কাজ আট তারিখ করতে দেখা গিয়েছে। তাঁর জন্মদিন ১৭ সেপ্টেম্বর। ১ আর ৭ যোগ করলে ৮ হয়। নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন ৮ নভেম্বর রাত ৮টায়। ডিজিটাল ইন্ডিয়া অভিযান শুরু করেছিলেন…