16
Aug
দেশে অনবরত বেড়ে চলছে নাশকতা। গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তা যেন আরই মাথাচাড়া দিয়েছিলো। জেহাদি কার্যকলাপে উত্তপ্ত হচ্ছে ভূস্বর্গ। ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীর উপত্যাকায়। এবার জঙ্গিদের গ্রেনেড হামলায় শহীদ হলেন এক পুলিশকর্মী। এই নিয়ে পরপর চার দিন চারটি জঙ্গি হামলা হল উপত্যকায় এবং তাতে মোট চারজন নিরাপত্তারক্ষী এবং একজন পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল। কাশ্মীর পুলিশ সূত্রের খবর, রাতে কুলগামের কায়মোহা এলাকায় জঙ্গি হামলাটি ঘটে। টহলদারি চলাকালীন পুলিশকর্মীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জেহাদিরা। গুরুতর আহত অবস্থায় তাহির খান নামের ওই পুলিশ কর্মীকে ভরতি করা হয় হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার রাতেই শ্রীনগরে টহলরত CRPF জওয়ানকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে…