02
Dec
বহু দিনের অপেক্ষার পর, এবার চোরা কারবার রুখতে অভিনব উদ্দ্যোগ দেশের তরফে৷ প্রশ্ন, নতুন উদ্যোগে কি রুখবে পাচার। দীর্ঘ সময় ধরে আকাশ পথে ভারতের মাটিতে মাদক এবং অস্ত্র পাচার করছে৷ অনবরত চলতে থাকে পাকিস্তানের সেই চোরা চালানকারী ড্রোন রুখতে নতুন উপায় বার করল ভারতীয় সেনা। এবার আকাশে পাহারা দেবে সেনার প্রশিক্ষণপ্রাপ্ত পাখি। এটি একটি চিল। প্রশিক্ষণপ্রাপ্ত এই চিলের নাম রাখা হয়েছে ‘অর্জুন’। খুব শীঘ্রই আকাশে ‘লক্ষ্যভেদ’ করবে ভারতীয় সেনার এই পাখি৷ সেনা সূত্রে জানা যাচ্ছে, শত্রুদেশের ড্রোন দেখা মাত্রই তা ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই চিল পাখিটিকে। যে ভাবে ক্রমাগত সীমান্তের ওপাড় থেকে ভারতে ড্রোনের অনুপ্রবেশের ঘটনা বাড়ছিল তা রুখতে…