16
Dec
অগ্রগতির দিকে আরো এক ধাপ অগ্রসর হলো ভারত। ওড়িশার উপকূলে দূরপাল্লার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ পরীক্ষা করতে চলেছিল তা সফল হয়েছে বলে জানা গিয়েছে। এই মিসাইল নিখুঁতভাবে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্বের নিশানাকেও বাগে আন্তে পারবে। অত্যাধুনিক অগ্নি-৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে বঙ্গোপসাগরকে ‘নো-ফ্লাই জোন’ বলে ঘোষণা করেছিল সরকার৷ সেই পরীক্ষা সফল হয়েছে। আসলে এই মিসাইল নতুন প্রযুক্তি দিয়ে তৈরি এবং আগের থেকে অনেক বেশি হালকা। এই ট্রায়ালে এটাই পরীক্ষা করে দেখা হল যে আদতে এই মিসাইল কতটা পারদর্শী এবং কতটা সক্ষম। যদিও এই মিসাইল পরীক্ষার আগে চিনের গতিবিধি নিয়ে সতর্ক ছিল ভারত। কারণ ভারত মহাসাগরে দেখা মিলেছিল সন্দেহভাজন চিনা…