28
Apr
দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। লাগামহীন করোনা সংক্রমণ। মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। বাধ্য হয়েই মহারাষ্ট্র সরকারকে রাজ্যে লকডাউন জারি করতে হয়েছে। এবার বম্বে হাইকোর্ট কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র পুলিশকে। বলা হয়েছে লকডাউনে বাইরে বের হলে, পুলিশকে দেখাতে হবে আধার কার্ড। তা দেখাতে সেই ব্যক্তি অসমর্থ হলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মামলা করা হবে। তাঁদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।