12
Aug
সত্যকে সত্য বলিমিথ্যা কে মিথ্যেএতে যদি ছেকা লাগেআজ কারো চিত্তেভুলে যান আমাকেআমিও আপনারস্বজন বন্ধু ছিলামকরেছি পারাপারএকসাথে খাল বিলনদী নালা পারাবার! সত্যের মুখোমুখিদাঁড়াতে যে ভয় পায়ক্ষমা করা যায় তাকেশুধু বলে 'অসহায়'! সত্যের মুখোমুখিদাঁড়াবে সে একদিনবিচারে সাবিত হবেকত দান কত ঋণ। তবে কেন ছেকা লাগেসত্যকে মেনে নিতেসত্য বলেছি আমিবলিনি তো বিপরীতে। সত্য হারিয়ে যাক্বেঁচে থাক মিথ্যেতবুও যদি সুখ আসেআজ কারো চিত্তে। (অশোক কুমার ঠাকুর)