13
Jul
পশ্চিম বর্ধমানে ধস নেমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলডি যাওয়ার রাস্তায় কিছু দিন আগেও ধস নেমেছিল।দুই দিন আগেও ঢালাই করা পাকা রাস্তায় চিড় পড়েছিল।সেই চিড় চওড়া হয়ে ফাটলে পরিণত হয়েছে। ফাটল চওড়া হওয়াতে তার উপর দিয়ে গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। রাস্তাজুড়ে আড়াআড়ি ফাটলের চারপাশ মাটি থেকে কিছুটা নীচে নেমে যাওয়াতে মনে হচ্ছে ভারী কিছুর চাপ পড়লে যে কোনও মুহূর্তে পুরোটাই ধসে পড়তে পারে। আসানসোল কুলটি সাধারণত কয়লা খাদান এবং ধস প্রবণ অঞ্চল। মাটির নীচ থেকে কয়লা তোলার পর যে ফাঁপা জায়গা তৈরি হয় তা নিয়ম মেনে বালি দিয়ে ভর্তি করা হয় না অনেক সময়ই যার ভুক্তভোগী হন স্থানীয় বাসিন্দারা।…