14
Sep
দীর্ঘ কয়েকদিন ধরে শিব-সেনার সাথে লড়াই করার পর মুম্বাই ছাড়লেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি জানান, তার অফিস ভেঙে গুড়িয়ে দেয়ার পর তার বাড়ির ওপর আক্রমণ করার পরিকল্পনা করছিলো শিবসেনা। পাকিস্তান এর সাথে মুম্বাই সিনেমার তুলনা করার জন্যই এতো কিছু হলো, টুইট করেছেন তিনি। "একটা সময় ছিল যখন আমি মুম্বাইয়ে মায়ের স্পর্শ অনুভব করতাম, কিন্তু আজ পরিস্থিতি এমন যে বেঁচে থাকার জন্য আমি ভাগ্যবান। শিবসেনা সনিয়া সেনায় পরিণত হওয়ার মুহূর্তে মুম্বই প্রশাসন সন্ত্রাসে পরিণত হয়ে যায়"তিনি হিন্দিতে পোস্ট করেন, শিব সেনাকে এবং পাশাপাশি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে লক্ষ্য করে। চন্ডিগড় বিমান বন্দর এ অবতরণ করতেই তার ভক্ত রা তাকে ঘিরে…