20
Mar
ত্রিকোণ প্রেমের জের। চলন্ত বাসে স্ত্রীর প্রেমিকের গলায় ছুরি চালিয়ে খুনের চেষ্টা স্বামীর। আহত প্রেমিক। প্রেমিকের গলায় আঘাত করার সময় আহত স্ত্রীও। দুর্গাপুরগামী এক চলন্ত বাসে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনা হয় বাঁকুড়ার মল্লেশ্বরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর। এই ঘটনায় আহত দুজনকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগেই মালদার হবিবপুরের বাসিন্দা নমিতার সঙ্গে প্রেম করে বিয়ে হয় বাঁকুড়ার সিমলাপাল থানার অলকাধড়া গ্রামের বাসিন্দা সৌরভ সিংহ বাবুর। বছর তিনেক আগে এক মেয়েও হয় দম্পতির। কিন্তু নমিতা এরপর গত ২৭ ফেব্রুয়ারি শ্বশুরবাড়ি থেকে মেয়ে সহ নিখোঁজ হয়ে যান। তারপরই নমিতার শাশুড়ি…