08
Mar
বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ২০১৯ সালের শেষের দিক থেকে গোটা বিশ্বজুড়ে ছড়িয়েছিল নোভেল করোনাভাইরাস। চিন থেকেই সর্বপ্রথম এই ভাইরাস বিশ্বের নানা দেশের ছড়িয়ে পড়ে। বছর তিনেক কেটে যাওয়ার পরেও এটা জানা এখনও সম্ভব হয়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়াল। এমনিতে চিনের উহানের গবেষণাগারের কথা অনেকবারই প্রকাশ্যে এসেছে। এখন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দাবি করছে, চিনের ইউহানের গবেষণাগার থেকেই খুব সম্ভবত কোভিড-১৯ ছড়িয়েছে। এমনটা জানিয়েছেন, এফবিআই ডিরেক্টর ক্রিস্টোফার রে। শুধু উৎপত্তি নিয়ে নয়, চিন যে এই বিষয়টিকে শুরু থেকে ধাপাচাপা…