14
Jan
অতিরিক্ত প্রশ্নে বিরক্ত হয়ে চিমটি দিয়ে ইউটিউবারকে পেটালেন এক সাধু। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। 'জনতা দরবার ১২৩' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দাবি করা হয়েছে যে মহাকুম্ভ মেলার মধ্যেই ওই ঘটনা ঘটেছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে যে তাঁবুতে বসে থাকা এক সাধুকে পরপর প্রশ্ন করছেন এক ব্যক্তি। যিনি ইউটিউবার বলে দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে তাঁর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সাধু। কিন্তু একটা সময় বিরক্ত হয়ে ওঠেন। আর তারপর উঠে পড়ে চিমটি দিয়ে ওই ব্যক্তিকে মারতে শুরু করে দেন। তার জেরে দৌড়ে পালিয়ে যান ওই ব্যক্তি। আর সেই ভিডিয়ো দেখে নেটপাড়ায় বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি…