04
Apr
সবাইকে একযোগে করোনার বিরুদ্ধে লড়াই করতে ৫ এপ্রিল রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে রাখুন। ঘরের বারান্দায় কিংবা বাড়ির ছাদে দাঁড়িয়ে জ্বালান মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ। প্রধানমন্ত্রীর ওই আবেদনের পরই বলিউড সেলিব্রেটিরা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। তাপসি পান্নু থেকে শুরু করে কঙ্গনা রানাওয়াতের দিদি রঙ্গোলি চান্দেল কিংবা বিবেক অগ্নিহোত্রীরা একের পর এক নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে হাজির হয়ে মন্তব্য করতে শুরু করেন। বলিউড অভিনেত্রী তাপসি পান্নু বলেন, ‘আবার নতুন কাজ এসে গিয়েছে। কী মজা।’ যদিও তাপসির ওই মন্তব্যের পরই অনেকে তাকে কটাক্ষ করতে শুরু করেন। তপসির হাতে নতুন কোনো সিনেমা নেই বলেও পাল্টা কটাক্ষ করা হয়।…