22
May
তাঁদের একসময় ভরপুর প্রেম ছিল। যদিও পরবর্তীতে সেই প্রেমে ফাটল ধরে। কথা হচ্ছে ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানের। তামাম বিশ্ব জানে তাঁদের মধ্যে কোনও যোগাযোগ নেই। তবে কি এবার হঠাৎই ঘটে গেল নিয়মের হেরফের? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়ো নিয়ে তুমুল চর্চা। কী রয়েছে সেখানে? ভিডিয়োতে দেখা যায় যে, ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে এক পার্টিতে লাল সালোয়ার পরিহিতাকে জাপটে ধরে আছেন সলমন। মণীশের ওই পার্টিতে হাজির ছিলেন ঐশ্বর্যাও। তিনিও পরেছিলেন লাল রঙের সালোয়ার স্যুট। তবে কি পুরনো তিক্ততা ভুলে সলমনকেই আঁকড়ে ধরলেন ঐশ্বর্যা? কিন্তু সত্যিটা হল, ঐশ্বর্যা ও সলমন সেদিন একই পার্টিতে হাজির থাকলেও সলমন যে মহিলাকে জড়িয়ে…