12
Sep
অসম ও ত্রিপুরা-উত্তর পূর্বের এই দুই রাজ্যের মধ্যে। ও সম্প্রীতির মজবুত বছন কিংবদন্তি কতশিল্পীষয় শচীন দেব বর্মন ও ড. ভূপেন হাজারিকা। শচীন দেব বর্মনের জন্মভূমি ত্রিপুরায় দু'দিন আগে উদযাপন করা হয় অসম-গৌরব সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মজয়ন্তী। এদিকে, শচীন দেব বর্মাননা স্মৃতিতে আগামী অক্টো মাসে ওয়াহাটিতে অনুষ্ঠিত হবে বিশেষ স্মরণানুষ্ঠান। প্রকৃতপক্ষে রাজ্য দুটির মধুর সম্পর্ক বার্তা নিয়েই ব্যতিক্রম মাসডোর ৩০ জনের একটি প্রতিনিধি দল গিয়েছিল ত্রিপুরার আগরতলায়। ব্যতিক্রম মাসডোর সঙ্গে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের পরিক্রমা বিভাগ এবং নিউজ সহযোগিতা করেছে ত্রিপুরা বেংগল ৩৬৫। এই অনুষ্ঠানে শুধু সরকারের তথ্য ও সাংস্কৃতিক মত বা ভাষার বিনিময় নয়, দুটি সংস্কৃতির মধ্যে সমন্বয় সেতু গড়ে…