09
Nov
ফালাকাটার আকাশপথে ‘রেড অ্যালার্ট’ জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিন একটি নির্দিষ্ট উচ্চতার নীচে ফালাকাটার আকাশে উড়তে পারবে না বিমান, হেলিকপ্টার-সহ কোনও আকাশযান। জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে ফালাকাটায় ড্রোনের মাধ্যমে ‘জিআই ম্যাপ ট্র্যাকিং’-এর কাজ চলবে। সেই কারণেই এই পদক্ষেপ। ফালাকাটার পাশেই ভুটান ও বাংলাদেশ সীমান্ত থাকায় এই বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে বলে খবর। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, আগামী সাত দিন ফালাকাটার আকাশ পথে একটি নির্দিষ্ট উচ্চতার নীচে যাতে কোনও বিমান চলাচল না করে তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। প্রথম পর্যায়ে ফালাকাটার ২৯ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ড্রোনের সাহায্যে…