10
Apr
প্রধানমন্ত্রী ও নিজ রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কর্তৃক গঠিত রিলিফ ফান্ডে ৫৯ লাখ দান করেছেন গাভাস্কার। অবশ্য বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি গাভাস্কার। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক আমল মজুমদারের টুইটে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়। তার টুইটের বরাত দিয়ে ‘এনডিটিভি’ জানিয়েছে, গাভাস্কারের দান করা ৫৯ লাখ মধ্যে ৩৫ লাখ প্রধানমন্ত্রীর ফান্ডে এবং বাকি ২৪ লাখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ফান্ডে দেওয়া হয়েছে। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ভারতে চলছে ২১ দিনের লকডাউন।