29
Apr
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫০। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ২৮ জন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ১৩৯৭ জনের করোনা পরীক্ষা হয়েছে। যা একদিনে সর্বাধিক। এখনও পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ১৪,৬২০ জনের উপরে। সুস্থ হয়ে গিয়েছেন ১২৪ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরই পাশাপাশি ৩৯ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। প্রসঙ্গত, কো-মর্বিডিটির অর্থ হল একাধিক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের মোট করোনা সংক্রমণের ৮৮ শতাংশ ঘটনাই ঘটেছে তিনটি জেলায়। বাকি সব জেলা মিলিয়ে আক্রান্ত ১২ শতাংশ।