23
Apr
দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার ক্ষেত্রটি রৈখিক। তাৎপর্যপূর্ণ নয়। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানানো হয়েছে। সরকারের তরফে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১,৪০৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গিয়েছেন ৪১ জন। সব মিলিয়ে ২১,৮৯৩ জন আক্রান্ত। মৃত ৬৮১। আইসিএমআর-এর ডিরেক্টর-জেনারেল বলরাম ভার্গভ জানিয়েছেন, ‘‘এই পর্বে আমরা সেখানেই আছি যেখানে এক মাস আগে ছিলাম। পরিস্থিতি খুব একটা নিম্নগতির হয়নি। ৪ থেকে ৪.৫ শতাংশ মানুষের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।'' আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী ২২ মার্চ পর্যন্ত ১৬,১০৯ জনের শরীরে পরীক্ষা করে ৩৪১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। সংক্রমণের হার ছিল ২.১১ শতাংশ।