08
Nov
উত্কর্ষ স্মল ফিনান্স ব্যাংক লিমিটেড গর্বের সঙ্গে তাদের প্রথম সাস্টেইনাবিলিটি রিপোর্ট ‘ইউ-সাস্টেইন’ (U-SUSTAIN) প্রকাশ করেছে, যা ব্যাংকের ২০২৩-২৪ অর্থবর্ষের পরিবেশগত (Environmental), সামাজিক (Social) ও শাসন (Governance) অর্থাৎ ইএসজি (ESG) নীতির প্রতিশ্রুতি তুলে ধরেছে। সাস্টেইনাবিলিটি রিপোর্টে ইএসজি কৌশল (ESG Strategy) , জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা (Environmental Initiatives), সামাজিক প্রভাব (Social Impact) এবং পরিচালনার (Governance) মতো গুরুত্বপূর্ণ দিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাংকটি জ্বালানি সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভুক্তি, এবং শক্তিশালী প্রশাসন কাঠামোর মাধ্যমে একটানা উন্নয়নে অবদান রেখে চলেছে। উত্কর্ষ স্মল ফিনান্স ব্যাংকের এমডি ও সিইও গোবিন্দ সিং বলেন, “এই প্রতিবেদন আমাদের ইএসজি নীতিভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি এবং সংশ্লিষ্ট সকলের জন্য দীর্ঘমেয়াদী মূল্যবোধ…