07
Aug
অবশেষে স্বস্তি! বাংলা থেকে দেশে ফিরেছেন ২০৫ জন ভারতীয়! বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা থেকে দিল্লি ফিরে আসেন। যাত্রী তালিকাতে ছয় জন শিশুও রয়েছে। এয়ারলাইন্সের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিমানটি মধ্যরাতের পর ঢাকায় পৌঁছায়, সেখান থেকে ভারতীয়দের নিয়ে ফিরে আসে দিল্লিতে। সূত্রের খবর থেকে জানা গেছে, বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়, বর্তমানে ওই রুটে প্রতিদিন মাত্র দুটি ফ্লাইট চলাচল করছে। এছাড়াও, ভিস্তারা এবং ইন্ডিগোও বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা পুনরায় চালু করার পথে রয়েছে। একটি ভিস্তারা ফ্লাইট প্রতিদিন মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এছাড়া দিল্লি ও ঢাকার মধ্যে…