05
Jun
--------"অর্ধাঙ্গিনী"------- শর্মিষ্ঠা দাশগুপ্ত (নিয়োগী) "অর্ধাঙ্গিনী" যার আক্ষরিক অর্থ --অর্ধেক অঙ্গের অধিকারিনী অর্থাৎ স্ত্রী ৷ প্রতি মুহূর্তে একজন স্ত্রী কীভাবে স্বামীর যথার্থ অর্ধাঙ্গিনী হয়ে ওঠে ,গুছিয়ে রাখে স্বামীর জীবনটাকে --- প্রত্যক্ষ বা পরোক্ষে --দূরে বা কাছে থেকে--বর্তমান বা প্রাক্তন হয়েও ,তা রূপোলী পর্দায় পরতে পরতে বুঝিয়ে দিল সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় ,কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবি "অর্ধাঙ্গিনী"৷ স্বামীর ভালোবাসায় স্বার্থ মিশে আছে জেনেও --তার মিথ্যাচারীতাকে আড়াল করে ,বিপদ থেকে তাকে রক্ষা করার দায়িত্ব কাঁধে নীরবে তুলে নিয়ে ,স্ত্রী প্রমাণ করে --শুধু অর্ধ অঙ্গ নয় স্বামীর জন্মজন্মান্তরের ভালোমন্দের বৈতরনী পার করতেই নারীজনম তার ৷ তাই তো স্বামীর অক্ষমতার বিষয়টি চেপে রেখে , সন্তানধারনের অক্ষমতার…