03
Oct
প্রাইভেট জেট প্লেনে করে বিজনেজ টাইকুন হরপল রান্ধাওয়া ও তাঁর ছেলে আমীর-সহ আরও ৬জন দক্ষিণ-পশ্চিম জিম্বাবোয়ের মুরোওয়ার হীরের খনির দিকে যাচ্ছিলেন।এবং সেখানেই ভেঙে পড়ে তাদের জেট প্লেনটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানে থাকা সকল যাত্রীদের।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটির বিস্ফোরণ ঘটে এবং তারপর সেটি ভেঙে পড়ে।এছাড়াও জানা যায় যে,সেদিন সেই বিমানের পাইলট ছিলেন রান্ধাওয়ার ছেলে।এবং বুধবার তাদের শেষকৃত্য করবেন বলে জানা গিয়েছে।