07
Dec
বছর শেষ হতে চললেও শীতের দেখা নেই রাজ্যে৷ নিম্নচাপের জেরে সকাল থেকেই মেঘলা আকাশ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে৷ সেই ধাক্কায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই নেমেছে৷ যদিও তাপমাত্রার এই পতনকে শীত বলতে নারাজ আবহাওয়াবিদরা৷ বরং মেঘলা আকাশের জেরেই এই শীত শীত ভাব৷ আর এই মেঘই বাধা দিচ্ছে উত্তুরে হাওয়াকে৷ আবার রাতে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ আবহমণ্ডলের বাইরে যেতে পারছে না এই মেঘের জন্যেই৷ তাই রাতের তাপমাত্রাও তেমন কমছে না৷ নভেম্বরের শুরু থেকেই শীতের অপেক্ষায় বঙ্গবাসী৷ কবে রাজ্যে শীত ঢুকবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ তবে কি জওয়াদ সরলেই রাজ্যে ঢুকবে শীত? না, তেমন আশ্বাস এখনই দিচ্ছেন আবহবিদেরা৷ তবে তাঁরা মনে করছেন,…