16
Feb
কুখ্যাত চোরা শিকারি ও গন্ডার নিধনের অন্যতম মূল পান্ডা তথা শার্প শুটার লেকেন বসুমাতারিকে যৌথ অভিযানে গ্রেপ্তার করলো জলদাপাড়া বন্যপ্রান শাখা ও আলিপুরদুয়ার জেল পুলিশ। বৃহস্পতিবার জলদাপাড়াতে সাংবাদিক সম্মেলন করে একথা জানালো জলদাপাড়া অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবোজ্যোতি দে। বুধবার দুপুরে আলিপুরদুয়ারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টে পেশ করা হয় লেকেন বসুমাতারিকে। বনদপ্তরের দাবি ২০১০ সাল থেকে এখনও পর্যন্ত জলদাপাড়া জাতীয় উদ্যানে যতো গুলি গন্ডার হত্যার ঘটনা ঘটেছে, তার সব গুলোর সঙ্গেই জড়িত ছিল এই লেকেন বসুমাতারি ও তার সাকরেদরা। ২০২১ সালের এপ্রিল মাসে জলদাপাড়ায় যে শেষ বারের মতো একটি গন্ডার নিধনের ঘটনা ঘটেছিল তাতে লেকেন বসুমাতারির সরাসরি যোগসাজশের প্রমাণ পেয়েছিল বনদপ্তর।…