গ্লোবালহান্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বের অন্যতম অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স নির্মাতা ক্যাসিয়ো ইন্ডিয়া দিল্লি, আসাম ও ত্রিপুরার পিছিয়ে থাকা মানুষজনের স্বার্থে ‘ডিজিটাল কানেক্টিভিটি’ তৈরির জন্য ১৫০টিরও বেশি প্রোজেক্টর দান করল।
ক্যাসিয়ো’র ‘জ্ঞান কি রোশনি’ সিএসআর উদ্যোগের লক্ষ্য সুবিধাবঞ্চিত শ্রেণির মানুষের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশগত ও আর্থিক দক্ষতা সৃষ্টি করা। ডিজিটাল কানেক্টিভিটি’র মাধ্যমে তাদের এইসব দক্ষতা অর্জনের লক্ষ্যে ১৫০টিরও বেশি ক্যাসিয়ো এলইডি লেজার হাইব্রিড প্রোজেক্টর প্রদান করা হয়েছে সরকারি ও সরকারি-সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, টি-এস্টেট, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও কৃষকদের মধ্যে যথাযথ সচেতনতা গড়ে তোলার জন্য। এই প্রোজেক্টের মাধ্যমে শিশু, মহিলা, কৃষক, যুবা ও ট্রান্সজেন্ডার-সহ প্রায় ১০,০০০ জন মানুষ উপকৃত হবেন এবং তারা বৃহত্তর পৃথিবীর সঙ্গে ‘ডিজিটালি কানেক্টেড’ হতে পারবেন।
ক্যাসিয়ো ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট কুলভূষণ শেঠ ও গ্লোবালহান্ট ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর সুনীল গোয়েল এই প্রোজেক্টের সাফল্যের ব্যাপারে তাদের দৃঢ় আস্থার কথা ব্যক্ত করেছেন।