এনার্জি ড্রিঙ্ক স্টিং-এর ক্যাশব্যাক অফার

ভারতের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সংস্থা কিউআর এবং মোবাইল পেমেন্টের পথপ্রদর্শক পেটিএম-এর সাথে পার্টনারশিপ করল এনার্জি ড্রিঙ্ক স্টিং। ২৫০ এমএল  স্টিং-এর পেট বোতল কিনলে গ্রাহকরা তাদের প্রথম পেটিএম ইউপিআই লেনদেনের মাধ্যমে ৪০ টাকা ক্যাশব্যাক পাবেন।  উল্লেখ্য, এই এনার্জি ড্রিঙ্ক স্টিং-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অক্ষয় কুমার।

একটি টেনিস ম্যাচের পটভূমিতে গ্রাহকদের জন্য এই উত্সাহী অফারটি উন্মোচন করেন অক্ষয় কুমার। তিনি অফারটি সম্পর্কে তাঁর টেনিস সঙ্গীকে  স্টিং-এর ক্যাশব্যাক প্রসঙ্গে  বললে, সে  অক্ষয় কুমারকে টেনিস খেলার জন্য ব্যঙ্গ করে। অক্ষয় তার সঙ্গীর চ্যালেঞ্জ অ্যাকসেপট করে  স্টিং-এ  চুমুক দিতেই ৪০ টাকার ক্যাশব্যাক অফারের ম্যাসেজ ফোনে এসে  যায়। যা দেখে তাঁর সঙ্গী অবাক হয়ে যান।  

পেপসিকো ইন্ডিয়ার এনার্জি, হাইড্রেশন এবং ফ্লেভারস এর সিনিয়র মার্কেটিং ডিরেক্টর নসিব পুরি বলেন, গ্রাহকদের এই  অফার দিতে পেরে আমরা গর্বিত।