সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা

রাজধানীর মোহাম্মদপুরে আবু সাঈদ নামে এক মুদি ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামি লিগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম আদালত মোহাম্মদপুর থানাকে জবানবন্দি গ্রহণের নির্দেশ দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। এর আগে বাদী এসএম আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। মামলার অন্য আসামিরা হলেন , আওয়ামি লিগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

এর আগে আজ একই আদালতে মামলাটি গ্রহণের আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টার দিকে বাদী এসএম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন আদালত। পরে আদালত আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশ নির্বিচারে গুলি চালায়। গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বচিলায় আবু সাঈদ নামে এক মুদি ব্যবসায়ী গুলিতে নিহত হন।