বিশ্ব স্বাস্থ্য দিবসে, শিলিগুড়ির মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক, কাওয়াখালির ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। এই উদ্যোগের ফলে ৫৮ জন প্রবীণ নাগরিক উপকৃত হয়েছেন। হাসপাতালের ডাক্তার এবং চিকিৎসা কর্মীর দল বয়স্ক নাগরিকদের সম্পূর্ণ বিণামূল্যে চিকিৎসা পরীক্ষার পাশাপাশি বাসিন্দাদের বিনামূল্যে নির্ধারিত ওষুধ বিতরণ করেছে।সমস্ত প্রবীণ সদস্যদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।
আপনা ঘর এর সচিব রমেশ বৈদ বলেন, “মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকের এই সদয় পদক্ষেপ সত্যিই আমাদের বাসিন্দাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। তারা জীবনের এই সন্ধিক্ষণে কেবল দয়া, মনোযোগ এবং যত্নই চায়—এবং মেডিকা টিম তাদের সেটাই দিয়েছে।”
মিঃ সঞ্জয় সিংহ মহাপাত্র মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকের হাসপাতাল পরিচালক। তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেবল একটি হাসপাতালের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকা উচিত নয়, বরং সমাজের মধ্যেও তা প্রসারিত হওয়া উচিত।